গণহত্যায় জড়িতদের বিচার দৃশ্যমান না হলে নির্বাচন পেছাতে পারে: সারজিস আলম

By নিজস্ব সংবাদদাতা, জামালপুর

জুলাই গণহত্যায় জড়িতদের বিচার দৃশ্যমান না হলে আগামী জাতীয় নির্বাচন পেছাতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম।

আগামী নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবে বলেও জানান তিনি। 

আজ সোমবার দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। 

সারজিস আলম বলেন, 'আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি যেকোনো অ্যালায়েন্সে যেতে পারে, তবে সেটা এনসিপি নামে নিজের প্রতীকে নির্বাচন করবে। এনসিপি অন্য দলের নামে কিংবা অন্য প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবে না।'

তিনি বলেন, 'ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ তার দোসররা যারা সরাসরি গণহত্যার সঙ্গে জড়িত তাদের বিচার দৃশ্যমান না হলে নির্বাচন পিছিয়ে যেতে পারে।' 

'আন্তর্জাতিক আদালতের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন যে, ডিসেম্বরের মধ্যে মামলার রায় হতে পারে,' বলেন সারজিস। 

সরকার জুলাই সনদও বাস্তবায়ন করবে বলে জানান তিনি। 

শাপলা প্রতীকের বিষয়ে এক প্রশ্নের জবাবে এনসিপির এই নেতা বলেন, 'প্রত্যেক রাজনৈতিক দলই প্রতীক পছন্দ করে নিয়েছে, আমাদের পছন্দ শাপলা। নির্বাচন কমিশন আমাদের চাওয়া পূরণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।'

এক প্রশ্নের জবাবে সারজিস বলেন, 'দেশের স্বার্থে রাজনৈতিক দলের নিয়ন্ত্রণমুক্ত করতে সরকার কোনো সিদ্ধান্ত নিলে এনসিপি তাতে দ্বিমত করবে না। তবে দেশের স্বার্থ ক্ষুণ্ণ হলে যেকোনো সিদ্ধান্তে এনসিপি দ্বিমত করবে।'