রাজনৈতিক দলগুলোর সঙ্গে 'সমঝোতার রূপরেখা' তৈরিতে জামায়াতের কমিটি

By স্টার অনলাইন রিপোর্ট

নির্বাচনী কাঠামো, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের বিষয়ে একটি 'সমঝোতামূলক রূপরেখা' তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য দুই সদস্যের কমিটি গঠন করেছে জামায়াতে ইসলামী।

আজ বুধবার জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিন সন্ধ্যায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির ওপর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকের পর জামায়াত আমির শফিকুর রহমান এই কমিটি গঠন করেন।

কমিটির সদস্যরা হলেন—জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট আয়োজনসহ জাতীয় নির্বাচন ঘিরে যে 'রাজনৈতিক সংকট' তৈরি হয়েছে, তা কাটাতে রোববার এক সংবাদ সম্মেলনে বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানান তাহের।

এদিকে, সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতা করে জামায়াত প্রার্থী দেবে বলে জানিয়েছেন সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

এদিন বিকেলে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আযাদ বলেন, 'আমরা আটটি ইসলামী দলের সঙ্গে আলোচনা করছি। আমরা জোট করব না, তবে মিউচ্যুয়ালি প্রার্থী দেবো। অর্থাৎ কোনো আসনে এক দল প্রার্থী দিলে অন্য দল দেবো না।'