গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা, নিহত অন্তত ৫০০

By স্টার অনলাইন ডেস্ক

গাজা শহরের একটি হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫০০ জন নিহত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মঙ্গলবার রাতে আল জাজিরা এ খবর জানিয়েছে।

অসংখ্য মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে বলে বিবৃতিতে জানায় মন্ত্রণালয়।

আল-আহলি আরব হাসপাতালটি গাজা শহরের কেন্দ্রস্থলে এবং হাসপাতালটি জেরুজালেমের এপিস্কোপাল ডায়োসিস দ্বারা পরিচালিত হয়।

হাসপাতালটি রোগীতে পরিপূর্ণ ছিল এবং ইসরায়েলি হামলা থেকে বাঁচতে সেখানে অসংখ্য ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন।