কী রয়েছে দেশের একমাত্র টাকার জাদুঘরে?

খালিদ হুসাইন অয়ন
খালিদ হুসাইন অয়ন

দেয়ালে সাজানো থরে থরে পয়সা। আছে রঙ-বেরঙের নকশা করা টাকাও। সেসব নিয়ে রয়েছে মজার অনেক গল্প। প্রাচীন আমল থেকে এই ভূখণ্ডে প্রচলিত প্রায় সব মুদ্রা সংগ্রহ করে তা দিয়ে সাজানো হয়েছে দেশের একমাত্র টাকার জাদুঘর।

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে মিরপুর-২ এ নির্মিত সেই জাদুঘরটি সম্পর্কে জানতে ক্লিক করুন স্টার লাইভের ভিডিওটিতে: