ভ্রাম্যমাণ নরসুন্দর

By এস দিলীপ রায়, লালমনিরহাট

উপেন্দ্র নাথ শীলের বয়স আশি ছুঁই ছুঁই। লালমনিরহাট সীমান্তবর্তী মোগলহাট গ্রামের বাসিন্দা উপেন্দ্র শৈশব থেকে ভ্রাম্যমাণ নরসুন্দর হিসেবে কাজ করছেন। চৌদ্দ পুরুষের পুরনো এ কাজ তিনি শিখেছেন তার বাবার কাছ থেকে। উপেন্দ্র নাথ শীলের মতো ভ্রাম্যমাণ নরসুন্দররা গ্রামের খেটে খাওয়া দিনমজুর আর কৃষিজীবী মানুষের কাছে বেশ প্রিয়। এই ভ্রাম্যমাণ নরসুন্দরদের নিয়ে আমাদের আজকের গল্প।