অপরূপ ও বহুরূপী তিস্তার গল্প

By এস দিলীপ রায়

তিস্তা নদী- পাহাড় আর সমতল দীর্ঘযাত্রা তার। সময়ের সঙ্গে সঙ্গে রূপ বদলায় তিস্তা। কখনো ধূ ধূ বালুচর, কখনো পানিতে টইটুস্বুর।

ভিডিওটি সাজানো হয়েছে নদীটির দীর্ঘ যাত্রাপথ ও এর বহুরূপের গল্প দিয়ে। সঙ্গে রয়েছে বাংলাদেশের তিস্তাপারের মানুষের কথাও।

তিস্তার জন্ম হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বতের কোলে। এরপর ভারতের সিকিম আর দার্জিলিংয়ের অসংখ্য পাহাড় পেরিয়ে তিস্তা সমতলে নেমেছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় এসে।

বাংলাদেশে তিস্তা প্রবেশ করেছে লালমনিরহাট ও নীলফামারী হয়ে। এরপর রংপুর ও কুড়িগ্রাম পার হয়ে গাইবান্ধা জেলায় এসে নদীটি মিশেছে ব্রহ্মপুত্র নদের সঙ্গে।