যাত্রীর বর্ণনায় ব্রাহ্মণবাড়িয়া ট্রেন দুর্ঘটনা

খালিদ হুসাইন অয়ন
খালিদ হুসাইন অয়ন

গত ১২ নভেম্বর ভোররাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলস্টেশনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা এক্সপ্রেসের সঙ্গে উদয়ন এক্সপ্রেসের সংঘর্ষ হয়। এতে প্রাণ হারান ১৬ জন। আহত হন প্রায় শতাধিক যাত্রী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অনারারী মেডিকেল অফিসার ডা. মো. মিনহাজ উদ্দিন সেদিন যাত্রী হিসেবে ছিলেন তূর্ণা নিশীথা এক্সপ্রেসে। দ্য ডেইলি স্টারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ডা. মিনহাজ জানালেন সেদিনের ভয়াবহতার কথা।

সম্পূর্ণ সাক্ষাতকারটি দেখুন স্টার লাইভের ভিডিওটিতে।