কাউন্সিলর খোরশেদ: একজন কোভিড-১৯ যোদ্ধা

By স্টার লাইভ

কোভিড-১৯ এ মৃত্যুর পর যখন পরিবার-পরিজন কেউ এগিয়ে আসেননি মরদেহ কবর কিংবা শ্মশানে নিয়ে যেতে, তখন এগিয়ে এসেছেন কাউন্সিলর খোরশেদ।

ঝড়-বৃষ্টি বা যে কোনো প্রতিকূল পরিবেশে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এই কাউন্সিলর শেষ বিদায়ের আয়োজন করতে গিয়ে নিজেও করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়েছেন তার স্ত্রীও।

একজন যোদ্ধার মতো ঠিকই সুস্থ হয়ে ফিরে এসেছেন তিনি। আবারও যুক্ত হয়েছেন মানুষের সেবায়।

গত ৮ এপ্রিল থেকে ১৩ জুন পর্যন্ত ৮০ জনের মরদেহ সৎকার করেছেন কাউন্সিলর খোরশেদ ও তার দলের সদস্যরা।

মৃতদের মধ্যে হিন্দু-মুসলিম, নারী-পুরুষসহ সব বয়সের মানুষই ছিল।