কোমা থেকে আর ফিরলেন না আফগান ক্রিকেটার

By স্পোর্টস ডেস্ক

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছে গিয়েছিলেন নাজিব তারাকাই। এই অবস্থা থেকে জীবনের ডাকে আর ফিরতে পারলেন না তিনি। বিদায় নিলেন চিরতরে।

মঙ্গলবার টুইটারে ২৯ বছর বয়েসী এই ক্রিকেটারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড, ‘আফগানিস্তান ক্রিকেট বোর্ড বোর্ড চরম দুঃখের সঙ্গে জানাচ্ছে আগ্রাসী ব্যাটসম্যান ও অসাধারণ মানুষ নাজিব তারাকাই আর আমাদের মাঝে নেই। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পরে চিকিৎসাধীন অবস্থায় জীবন হারিয়েছেন তিনি।’

শুক্রবার আফগানিস্তানের জালালাবাদ শহরে মর্মান্তিক দুর্ঘটনায় পড়েন নাজিব। । যাতে প্রাইভেট কারে থাকা তারাকাই গুরুতর আহত হন।

আহত তারাকাইকে নানাগারহার শহরের এক হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। সেখানেই জীবনের চরম শঙ্কা ছিলেন চিকিৎসাধীন তিনি।

২৯ বছর বয়েসী ব্যাটসম্যান তারাকাই আফগানিস্তানের হয়ে খেলেছেন একটি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি ম্যাচ। ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষিক্ত এই ক্রিকেটার ২০১৯ সালে ঢাকায় সর্ব শেষ টি-টোয়েন্টিও খেলেছেন বাংলাদেশের বিপক্ষেই।