ভুয়া ফেসবুক পোস্ট নিয়ে বিব্রত নায়ক আলমগীর

By স্টার অনলাইন রিপোর্ট

একটি ফেসবুক পোস্ট নিয়ে বিড়ম্বনার আছেন খ্যাতিমান অভিনেতা আলমগীর। তার নামে ভুয়া ফেসবুক পেজ থেকে ধর্ম নিয়ে একটা পোস্ট দেওয়া হয়েছে। এই একই পোস্ট ২০১৬ সালের ১২ অক্টোবর একবার দেওয়া হয়েছিল বলে জানান তিনি।

সেই পোস্ট নিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হলেও ওই আইডিটি তার নয়। তিনি জানান, তার একমাত্র ফেসবুক আইডি হচ্ছে এম.এ. আলমগীর নামে। ফেসবুকে কোনো অফিসিয়াল পেজ নেই তার।

আলমগীর দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ধর্ম নিয়ে আমি কোনো প্রকার মন্তব্য কোথাও লিখিনি। অথচ আমার নামে ভুয়া ফেসবুক পেজ খুলে কারা যেনো নানা মন্তব্য প্রকাশ করে যাচ্ছে। কেন বা কী উদ্দেশ্যে তারা আমার এমন ক্ষতি করছেন তা আমার বোধগম্য নয়। এতে তাদের লাভটা কী সেটাও জানি না। শুধু শুধু আমার ক্ষতি করার চেষ্টা ছাড়া এটা আর কিছুই না।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেতা এসব গুজব থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘যারা একাজ করছেন তাদের এমনটি না করার আহ্বান জানাই। আর দেশবাসীসহ আমার যারা ভক্তদের জানাই, আমার কোনো ফেসবুক পেজ নেই।’