কুমার শানু করোনায় আক্রান্ত

By স্টার অনলাইন রিপোর্ট

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু। শিল্পীর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, তিন দিন আগে জ্বর এসেছিল কুমার শানুর। এরপর পরীক্ষা করলে ফলাফলে করোনা পজিটিভ আসে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, বর্তমানে চিকিৎসকের পরামর্শে বাসাতেই থেকে চিকিৎসা নিচ্ছেন গুণী এই শিল্পী। তিনি এখন সপরিবারে যুক্তরাষ্ট্রে আছেন।

কয়েকদিন আগে একটি রিয়েলিটির বিচারক হিসেবে শুটিংয়ে অংশ নিয়েছিলেন এই শিল্পী।