বঙ্গবন্ধু টি-২০: প্লেয়ার্স ড্রাফটে চার ক্যাটাগরিতে ১৫৭ ক্রিকেটার
তিন দিন ধরে ফিটনেস পরীক্ষা শেষে চূড়ান্ত করা হয়েছে প্লেয়ার্স ড্রাফটের তালিকা। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য চার ক্যাটাগরি মোট ১৫৭ জন ক্রিকেটারকে রাখা হয়েছে এই তালিকায়। টুর্নামেন্টে অংশ নেওয়া পাঁচ দল এই তালিকা থেকেই বৃহস্পতিবার ড্রাফটে নিজেদের দল তৈরি করবে।
‘এ’ ক্যাটাগরিতে আছেন পাঁচ ক্রিকেটার। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোস্তাফিজুর রহমান- এই পাঁচজন পাবেন সর্বোচ্চ ১৫ লাখ টাকার পারিশ্রমিক।
লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকারসহ ‘বি’ ক্যাটাগরির তালিকায় থাকা ২১ ক্রিকেটারের পারিশ্রমিক ঠিক করা হয়েছে ১০ লাখ। এছাড়া সাব্বির রহমান, এনামুল হক বিজয়দের মতো ২৪ ক্রিকেটার ‘সি’ ক্যাটাগরিতে থেকে পারিশ্রমিক পাবেন ৬ লাখ টাকা।
যুব বিশ্বকাপ জয়ী আকবর আলি, তানজিদ হাসানদের সঙ্গে ‘ডি’ ক্যাটাগরিতে আছেন মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফীসদের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা। সবচেয়ে বেশি ১০৮ ক্রিকেটার আছেন এই ক্যাটাগরিতে। তাদের পারিশ্রমিক ধরা হয়েছে ৪ লাখ টাকা।
বিপ টেস্টে উৎরাতে না পারা নাসির হোসেন, সোহাগ গাজীদের মতো ক্রিকেটারদের আর এই টুর্নামেন্ট খেলার সুযোগ থাকছে না।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন জানিয়েছেন ফিটনেস পরীক্ষায় ৯৮ শতাংশই ভাল করেছেন, 'আজকে আমরা ফিটনেস পরীক্ষা শেষ করেছি। কিছু কিছু খেলোয়াড়ের ফিটনেসের মান খারাপ ছিল, তারা ড্রাফটের নেই। এছাড়া প্রায় ৯৮ শতাংশই ভালো অবস্থায় আছে। আমি আশা করছি খেলোয়াড়রা নিয়মিত এই উন্নতির মাঝেই থাকবে। সবার পারফরম্যান্সেও উন্নতি হবে। শুধু মাশরাফির ব্যাপারে একটা কনসার্ন আছে। আশা করছি ডিসেম্বরের দিকে ও ফিরবে।'
মিনহাজুল জানান ড্রাফট থেকে খেলোয়াড় বাছাই করতে কিছু নিয়মও ঠিক করেছেন তারা, 'আমরা একটা নিয়ম করে দিচ্ছে, কোন খেলোয়াড়কে যদি দুই দল চায় তাহলে লটারি হবে। আর এক দল চাইলে তো সরাসরি ওই দলে খেলতে পারবে।'
বঙ্গবন্ধু টি-২০ কাপে অংশ নিচ্ছে ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট।
গ্রেড- এ (১৫ লক্ষ টাকা)
|
খেলোয়াড় |
ক্যাটাগরি |
|---|---|
|
মুশফিকুর রহিম |
এ |
|
মাহমুদউল্লাহ রিয়াদ |
এ |
|
সাকিব আল হাসান |
এ |
|
তামিম ইকবাল |
এ |
|
মোস্তাফিজুর রহমান |
এ |
গ্রেড-বি (১০ লক্ষ টাকা)
|
খেলোয়াড় |
ক্যাটাগরি |
|---|---|
|
লিটন দাস |
বি |
|
ইমরুল কায়েস |
বি |
|
মোহাম্মদ মিঠুন |
বি |
|
সৌম্য সরকার |
বি |
|
মেহেদী হাসান মিরাজ |
বি |
|
মোহাম্মদ সাইফুদ্দিন |
বি |
|
শফিউল ইসলাম |
বি |
|
আবু জায়েদ চৌধুর রাহি |
বি |
|
আল আমিন হোসেন সিনিয়র |
বি |
|
নাজমুল হোসেন শান্ত |
বি |
|
রুবেল হোসেন |
বি |
|
নুরুল হাসান সোহান |
বি |
|
তাসকিন আহমেদ |
বি |
|
শেখ মেহেদী |
বি |
|
আফিফ হোসেন |
বি |
|
নাঈম শেখ |
বি |
|
মোসাদ্দেক হোসেন সৈকত |
বি |
|
ইরফান শুক্কুর |
বি |
|
মুমিনুল হক |
বি |
|
তাইজুল ইসলাম |
বি |
|
নাঈম হাসান |
বি |
গ্রেড-সি (৬ লক্ষ টাকা)
|
খেলোয়াড় |
ক্যাটাগরি |
|---|---|
|
হাসান মাহমুদ |
সি |
|
সাব্বির রহমান |
সি |
|
আবু হায়দার রনি |
সি |
|
এনামুল হক বিজয় |
সি |
|
জহুরুল ইসলাম অমি |
সি |
|
ফরহাদ রেজা |
সি |
|
ফজলে মাহমুদ রাব্বি |
সি |
|
ইয়াসির আলি চৌধুরী |
সি |
|
রনি তালুকদার |
সি |
|
সুমন খান |
সি |
|
সানজামুল ইসলাম |
সি |
|
কামরুল ইসলাম রাব্বি |
সি |
|
আমিনুল ইসলাম বিপ্লব |
সি |
|
শামসুর রহমান |
সি |
|
শহিদুল ইসলাম |
সি |
|
সৈয়দ খালেদ আহমদ |
সি |
|
ইবাদত হোসেন |
সি |
|
সাইফ হাসান |
সি |
|
জাকের আলি অনিক |
সি |
|
মেহেদী হাসান রানা |
সি |
|
আরাফান সানি |
সি |
|
রিশাদ হোসেন |
সি |
|
নাসুম আহমেদ |
সি |
গ্রেড-ডি (৪ লক্ষ টাকা)
|
খেলোয়াড় |
ক্যাটাগরি |
|---|---|
|
তানজিদ হাসান তামিম |
ডি |
|
পারভেজ হোসেন ইমন |
ডি |
|
শাহাদাত হোসেন দিপু |
ডি |
|
শামীম পাটোয়ারি |
ডি |
|
আকবর আলি |
ডি |
|
তানবীর ইসলাম |
ডি |
|
হাসান মুরাদ |
ডি |
|
আল-আমিন জুনিয়র |
ডি |
|
মিনহাজুল আবেদিন আফ্রিদি |
ডি |
|
মাইদুল ইসলাম অঙ্কন |
ডি |
|
মৃত্যুঞ্জয় চৌধুরী |
ডি |
|
মাহমুদুল হাসান জয় |
ডি |
|
রেজাউর রহমান |
ডি |
|
নোমান চৌধুরী |
ডি |
|
রকিবুল হাসান (সিনিয়র) |
ডি |
|
রাকিবুল হাসান (এইচপি) |
ডি |
|
শাহীন আলম |
ডি |
|
তৌহিদ হৃদয় |
ডি |
|
মুকিদুল ইসলাম মুগ্ধ |
ডি |
|
শফিকুল ইসলাম |
ডি |
|
শরিফুল ইসলাম |
ডি |
|
আরিফুল হক |
ডি |
|
রুবেল মিয়া |
ডি |
|
শাহরিয়ার নাফীস |
ডি |
|
জুনায়েদ সিদ্দিকি |
ডি |
|
সোহরাওয়ার্দি শুভ |
ডি |
|
শুভাগত হোম |
ডি |
|
সালাউদ্দিন শাকিল |
ডি |
|
সাজেদুল হক রিপন |
ডি |
|
মোহর শেখ অন্তর |
ডি |
|
শওকত হোসেন সায়মন |
ডি |
|
ইফতেখার সাজ্জান রনি |
ডি |
|
নাজমুল ইসলাম অপু |
ডি |
|
সাদমান ইসলাম |
ডি |
|
সঞ্জিত সাহা দ্বীপ |
ডি |
|
মনির হোসেন |
ডি |
|
নূর হোসেন সাদ্দাম |
ডি |
|
সাজেদুল হক |
ডি |
|
এনামুল হক জুনিয়র |
ডি |
|
অভিষেক মিত্র |
ডি |
|
নাদিফ চৌধুরী |
ডি |
|
আব্দুল মজিদ |
ডি |
|
জিয়াউর রহমান |
ডি |
|
মুক্তার আলি |
ডি |
|
জাকির হাসান |
ডি |
|
মোহাম্মদ আশরাফুল |
ডি |
|
দেলওয়ার হোসেন |
ডি |
|
তানবীর হায়দার |
ডি |
|
মেহেদী মারুফ |
ডি |
|
রবিউল হক |
ডি |
|
মিজানুর রহমান |
ডি |
|
আব্দুল হালিম |
ডি |
|
নাঈম ইসলাম সিনিয়র |
ডি |
|
নাঈম ইসলাম জুনিয়র |
ডি |
|
সালমান হোসেন |
ডি |
|
হোসেন আলি |
ডি |
|
জুবায়ের হোসেন লিখন |
ডি |
|
রাহাতুল ফেরদৌস |
ডি |
|
পিনাক ঘোষ |
ডি |
|
আসিফ হাসান |
ডি |
|
ফারদিন হাসান অনি |
ডি |
|
রবিউল ইসলাম রবি |
ডি |
|
আব্দুর রাজ্জাক |
ডি |
|
জাবিদ হোসেন |
ডি |
|
নিহাদুজ্জামান |
ডি |
|
হাবিবুর রহমান জনি |
ডি |
|
মোহাম্মদ হাসানুজ্জামান |
ডি |
|
আবু সায়েম |
ডি |
|
সালমান হোসেন |
ডি |
|
তাইবুর রহমান পারভেজ |
ডি |
|
মাহমুদুল হাসান লিমন |
ডি |
|
জসিম উদ্দিন |
ডি |
|
ইমরান আলি |
ডি |
|
মোহাম্মদ শরিফুল্লাহ |
ডি |
|
মাইশুকুর রহমান |
ডি |
|
রাকিন আহমেদ |
ডি |
|
ইরফান হোসেন |
ডি |
|
জয়রাজ শেখ |
ডি |
|
শরিফুল হায়াত হৃদয় |
ডি |
|
মেহরাব হোসেন জোসি |
ডি |
|
আলি আহমেদ মানিক |
ডি |
|
রায়হান উদ্দিন |
ডি |
|
শাহবাজ চৌহান |
ডি |
|
আজমির আহমেদ |
ডি |
|
সুজন হাওলাদার |
ডি |
|
শাহানুর রহমান |
ডি |
|
আলিস আল ইসলাম |
ডি |
|
শাকিল হোসেন |
ডি |
|
মাসুম খান |
ডি |
|
টিপু সুলতান |
ডি |
|
মোহাম্মদ রাকিব |
ডি |
|
মাসুম খান টুটুল |
ডি |
|
রুবেল মিয়া |
ডি |
|
সৈকত আলি |
ডি |
|
আলাউদ্দিন বাবু |
ডি |
|
নাহিদুল ইসলাম |
ডি |
|
আহমেদ সাদিকুর রহমান |
ডি |
|
নুরুজ্জামান |
ডি |
|
শেহনাজ আহমেদ |
ডি |
|
ইমরানুজ্জামান |
ডি |
|
আরাফান সানি জুনিয়র |
ডি |
|
তৌহিদ ইসলাম রাসেল |
ডি |
|
আনিসুল ইমন |
ডি |
|
মেহেদী হাসান |
ডি |
|
রনি চৌধুরী |
ডি |
|
রবিন দাস |
ডি |
|
ইয়াসির আরাফাত মিশু |
ডি |
|
সাদিকুর রহমান |
ডি |