ফিফা দ্য বেস্টের সংক্ষিপ্ত তালিকায় মেসি-রোনালদো-নেইমার

By স্পোর্টস ডেস্ক

অবশেষে প্রকাশিত হয়েছে ২০২০ সালের ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকা। গত মৌসুম শিরোপা শূন্য থাকার পরও এ তালিকায় আছেন গতবারের বিজয়ী লিওনেল মেসি। স্বাভাবিকভাবেই আছেন এবারের উয়েফার বর্ষসেরা রবার্ট লেভানদোভস্কি। তাদের সঙ্গে বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে আছেন নেইমার, ক্রিস্তিয়ানো রোনালদো ও মোহামেদ সালাহও।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে শুরুতে এ বছরের ফিফা বেস্ট পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে পরে সিদ্ধান্ত পরিবর্তন করে তারা। বুধবার নিজেদের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করে ফিফা।

এরমধ্যেই সংক্ষিপ্ত তালিকা থেকে সেরা খেলোয়াড় বাছাইয়ের ভোটিং কার্যক্রম শুরু হয়ে গেছে। চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত। ১১ ডিসেম্বর তালিকা আরও সংক্ষিপ্ত করে তিন ফাইনালিস্টের নাম ঘোষণা করা হবে। এরপর আগামী ১৭ ডিসেম্বর দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ঘোষণা করা হবে বিজয়ীর নাম।

১১ জনের তালিকায় লিভারপুলের আছেন চার খেলোয়াড়। সালাহর সঙ্গে সাদিও মানে, থিয়াগো আলকান্তারা ও গত মৌসুমে সেরা তিনে থাকা ভার্জিল ভ্যান ডাইকও আছেন। প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) থেকে আছেন নেইমার ও কিলিয়ান এমবাপে। আছেন রিয়াল মাদ্রিদের অধিনায়ক সের্জিও রামোসও।

মেয়েদের বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় নেই গতবারের বিজয়ী মেগান র‌্যাপিনো। সেরা তিন থেকে আছেন কেবল তৃতীয় স্থানে থাকা ইংল্যান্ডের লুসি ব্রোঞ্জ।

পুরুষ খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকা:

থিয়াগো আলকান্তারা (স্পেন / বায়ার্ন মিউনিখ / লিভারপুল)

ক্রিস্তিয়ানো রোনালদো (পর্তুগাল / জুভেন্টাস)

কেভিন ডি ব্রুইন (বেলজিয়াম / ম্যানচেস্টার সিটি)

রবার্ট লেভানদোভস্কি (পোল্যান্ড / বায়ার্ন মিউনিখ)

সাদিও মানে (সেনেগাল / লিভারপুল)

কিলিয়ান এমবাপে (ফ্রান্স / প্যারিস সেইন্ট জার্মেই)

লিওনেল মেসি (আর্জেন্টিনা / বার্সেলোনা)

নেইমার (ব্রাজিল / প্যারিস সেইন্ট জার্মেই)

সের্জিও রামোস (স্পেন / রিয়াল মাদ্রিদ)

মোহামেদ সালাহ (মিশর / লিভারপুল)

ভার্জিল ভ্যান ডাইক (নেদারল্যান্ডস / লিভারপুল)

নারী খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকা:

লুসি ব্রোঞ্জ (ইংল্যান্ড / অলিম্পিক লিঁও / ম্যানচেস্টার সিটি)

ডেলফিন কাসকারিনো (ফ্রান্স / অলিম্পিক লিঁও)

ক্যারোলিন গ্রাহাম হানসেন (নরওয়ে / বার্সেলোনা)

পারনিল হার্ডার (ডেনমার্ক / উলফসবুর্গ / চেলসি)

জেনিফার হারমোসো (স্পেন / বার্সেলোনা)

জি স-ইউন (দক্ষিণ কোরিয়া / চেলসি)

স্যাম কার (অস্ট্রেলিয়া / চেলসি)

সাকি কুমাগাই (জাপান / অলিম্পিক লিঁও)

ডিজেনিফার মারোজসান (জার্মানি / অলিম্পিক লিঁও)

ভিভিয়ানে মিয়েদেমা (নেদারল্যান্ডস / আর্সেনাল)

ভেন্ডি রেনার্ড (ফ্রান্স / অলিম্পিক লিঁও)