চোটে পড়া শফিউলের বদলে খুলনায় খালেদ

By ক্রীড়া প্রতিবেদক

চোট যেন তার নিত্য সঙ্গী। কোন টুর্নামেন্ট হবে আর পেসার শফিউল ইসলাম চোটে পড়বেন না, এমনটা হয়েছে কমই। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও চোটে পড়েছেন শফিউল। তার বদলে জেমকন খুলনা দলে নিয়েছে সৈয়দ খালেদ আহমদকে।

সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে খুলনা জানায়, এবার পীঠের চোটে পড়েছেন শফিউল। এই চোট নিয়ে আর টুর্নামেন্ট খেলা তার পক্ষে সম্ভব নয়। ৩১ পেরুনো শফিউলের বদলি তাই নিতেই হচ্ছে।

তবে দলে যোগ দেওয়ার আগে ডানহাতি পেসার খালেদকে পেতে হবে কোভিড-১৯ মেডিকেল বিভাগের ছাড়পত্র। ইতোমধ্যে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ ফল পাওয়া মাত্রই দলে যোগ দেবেন তিনি।

২৮ বছর বয়েসী খালেদ বিগত দিনে লম্বা সময় ছিলেন চোটে। করোনা স্থবিরতার আগে চোট থেকে সেরে উঠলেও খেলার সুযোগ ঘটেছে কম। মিরপুরে ক্রিকেটারদের অনুশীলন ফেরার পর প্রস্তুতি ম্যাচ আর প্রস্তুতিমূলক প্রেসিডেন্ট’স কাপে খেলতে দেখা গেছে তাকে।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খুলনা চার ম্যাচ খেলে দুটিতে জিতেছে। শুক্রবার পঞ্চম ম্যাচে তারা  ফরচুন বরিশালের বিপক্ষে ফিরতি ম্যাচ খেলবে।