সালাহর বার্সা-রিয়ালে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন ক্লপ

By স্পোর্টস ডেস্ক

লিভারপুল ছাড়তে চাইছেন মোহামেদ সালাহ। বেশ কিছু দিন থেকে এমন গুঞ্জনই চড়া ফুটবল পাড়ায়। তাও আবার সম্ভাব্য গন্তব্য হিসেবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের নামই শোনা যাচ্ছিল। কিন্তু এ সব ধরণের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।

মূলত কিছু দিন আগে স্প্যানিশ গণমাধ্যম এএসকে দেওয়া এক সাক্ষাৎকারে সালাহর চুক্তির ব্যাপারটা সম্পূর্ণ ক্লাবের হাতে বলেছিলেন ক্লপ। গুঞ্জনটা মূলত তখন থেকেই শুরু হয়। অন্যদিকে বার্সেলোনা ও রিয়াল তাকে টানার আগ্রহ দেখালে গুঞ্জন আরও ডালা মেলে। অনেক দিন থেকেই এ মিশরীয় তারকার উপর নজর দলদুটির।

'(চুক্তির ব্যাপারে) আমরা কোনো কথা বলিনি।' - ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার ওয়েস্ট ব্রুমউইচ আলবিয়নের বিপক্ষে ম্যাচে নামার আগে সংবাদ সম্মেলনে মাঠে নামার আগে এমনটাই বলেছেন ক্লপ।

'মো (সালাহ) ভালো ছন্দ, কাঠামো ও গতিতে রয়েছে। এবং সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটাই। অবশ্যই (আজ) তাকে আপনারা মাঠে অনেক হাসতে দেখেছেন। লেখার জন্য বাকি সবাইও খুব ভালো অবস্থায় আছে। আভ্যন্তরীণভাবে বলার মতো কিছু নেই।' -যোগ করে বলেন লিভারপুল কোচ।

আগের রাউন্ডে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৭-০ গোলের উড়ন্ত এক জয় পেয়েছে লিভারপুল। সে ম্যাচে বদলী নেমে জোড়া গোল করেছেন সালাহ। পাশাপাশি সতীর্থ কে দিয়েও করিয়েছেন একটি গোল। আর সে জয়ে অ্যাস্টন ভিলার বিপক্ষে ৭-২ গোলে হারের বেদনা ভুলেছেন ক্লপ। 

'৭-০ এর মতো নম্বর আপনি খুব বেশি দেখবেন না। (প্যালেস) ম্যাচের পর আমরা ওই (ভিলার) ম্যাচের ভাবনা বাতিল করেছি। ছেলেদের চালিয়ে যাওয়ার জন্য আমরা সেই ম্যাচ খুব বেশি উল্লেখ করিনি। এটা কোনো মানদণ্ড নয়। একটি ভাল দিন, দারুণ সমাপ্তি। খেলাটি কঠিন ছিল এবং ছেলেরা এটা বুঝতে পেরেছে।'