সহজেই আনুষ্ঠানিকতা সারল ইংল্যান্ড

By স্পোর্টস ডেস্ক

জেতার মঞ্চ আগের দিনই প্রস্তুত হয়েছিল ইংল্যান্ডের। চতুর্থ দিন বিকেলে শ্রীলঙ্কা দ্রুত ৩ উইকেট তুলে নিলেও লক্ষ্য ছিল খুব কম। পঞ্চম দিনে নেমে তাই খুব বেশি সময় নেয়নি জো রুটের দল।

গল টেস্ট ইংল্যান্ড জিতেছে ৭ উইকেটে। শেষ দিনে দরকার ছিল কেবল ৩৬ রান। তা ৯.২ ওভারে তুলে নেন  জনি বেয়ারস্টো আর ড্যান লরেন্স। মাত্র ৩৫ মিনিটেই শেষ হয়ে যায় দিনের খেলা।

ইংল্যান্ডের বিশাল লিডের নিচে লড়াই করে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছিল স্বাগতিকরা। তবে কেবল ৭৪ রানের লক্ষ্য দিতে পারে তারা। চতুর্থ দিনের শেষ দিকে ১৪ রানেই ৩ উইকেট তুলে নিয়ে অসম্ভব কিছুর সামান্য আভাস দিয়েছিল তারা। তবে তা মিলিয়ে গেছে বেয়ারস্টো, লরেন্সের পেশাদার মানসিকতায়।

কোন রকমের ঝুঁকি না নিয়ে প্রয়োজনীয় রান উঠিয়ে নেন তারা। অবিচ্ছিন্ন ৬২ রানের জুটিতে অনায়াসে শেষ করে দেন ম্যাচ।

শুক্রবার থেকে একই ভেন্যুতে শুরু হবে দুদলের দ্বিতীয় ও শেষ টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ১৩৫

ইংল্যান্ড প্রথম ইনিংস:  ৪২১

শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস:  ৩৫৯

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: (লক্ষ্য ৭৪) (আগের দিন ৩৮/২) ২৪.২ ওভারে ৭৬/৩ (বেয়ারস্টো ৩৫*, লরেন্স ২১*; এম্বুলদেনিয়া ২/২৯, দিলরুয়ান পেরেরা ০/৩৪, হাসারাঙ্গা ০/৪)।

ফল: ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী

সিরিজ: দুই ম্যাচের সিরিজে ইংল্যান্ড ১-০তে এগিয়ে

ম্যান অব দা ম্যাচ: জো রুট