বাংলাদেশের উইকেট নিয়ে ভাবছে না ক্যারিবিয়ানরা
সব শেষ ২০১৮ সালের নভেম্বরে বাংলাদেশ সফর করে গেছে ক্যারিবিয়ানরা। সেবার বেশ সংগ্রামই করতে হয়েছে দলটিকে। বিশেষ করে স্পিনারে মায়াজালে আটকে দুই টেস্টেই হার মানতে হয়েছিল দলটিকে। এবারও হয়তো তাদের জন্য এমন কোনো উইকেটই অপেক্ষা করছে। কিন্তু উইকেট নিয়ে এবার ভাবছে না দলটি। যেমন উইকেটই হোক, নিজেদের কাজটা ঠিকভাবে করতে পারবেন বলে মনে করেন দলের অন্যতম সেরা পেসার কেমার রোচ।
ওয়ানডে সিরিজ শেষে বর্তমানে চট্টগ্রামে টেস্ট সিরিজের প্রস্তুতি নিচ্ছে উইন্ডিজ দল। মঙ্গলবার সাগরিকায় অনুশীলন করে দলটি। টেস্ট সিরিজে নামার আগে ওয়ানডের স্মৃতিটা খুব ভালো নয় তাদের। তিনটি ম্যাচেই হেরে গেছে তারা। টাইগার স্পিনারদের বিপক্ষে বেশ ভুগতে হয়েছে তাদের ব্যাটসম্যানদের। অন্যদিকে ক্যারিবিয়ানরা বরাবর ফাস্ট বোলারদের উপর নির্ভর করে। সবমিলিয়ে তাই কাজটা তাদের জন্য কঠিনই হতে যাচ্ছে।
কিন্তু এমনটা ভাবছেন না রোচ। যে কোনো উইকেটে নিজেদের কাজটা ঠিকভাবে করার প্রত্যয় ঝরে তার কণ্ঠে, 'ওয়ানডেতে ফাস্ট বোলারদের জন্য তেমন কিছু ছিল না। তবে পিচ খারাপ ছিল না। ঢাকার উইকেট সবসময়ই দারুণ। আমরা সেখানে কিছুটা বাড়তি বাউন্স আদায় করে নিতে পারি। আমার মনে হয় আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে বাংলাদেশ আমাদের কি দেয়। এরপর আমরা নিজেদের পরিকল্পনা সাজাবো। আমার ধারণা ফাস্ট বোলারদের জন্য কিছু হলেও থাকবে। আমি ম্যাচের জন্য অপেক্ষা করছি। আমি নিশ্চিত তারা আমাদের যাই দেক না কেন আমরা সেখানে আমাদের কাজটা করতে পারবো।'
অবশ্য রোচ এমনটা বলতেই পারেন। এই বাংলাদেশের বিপক্ষেই ২০০৯ সালে অভিষেক হয় তার। তখন থেকেই টাইগাররা তার প্রিয় প্রতিপক্ষ। এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে ৮টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। তাতে নিয়েছেন ৩৩টি উইকেট। অবশ্য তার সাফল্যটা ক্যারিবিয়ান দ্বীপেই বেশি।
পরিকল্পনা অনুযায়ী স্মার্ট ক্রিকেট খেলতে পারলে এ মাঠেও ভালো কিছু করা সম্ভব বলে মনে করেন এ পেসার, 'আমি এই মাঠে আগেও খেলেছি। আমি এ সম্পর্কে কিছুটা জানি। যা প্রয়োজন আমাদের তাই করতে হবে। আমি এর জন্য মুখিয়ে রয়েছি। এটা খুব ভালো সিরিজ হতে যাচ্ছে। আমার মনে হয় আমরা এখানে ভালো কিছু করতে পারি, তবে এরজন্য আমাদের অনেক কঠিন সংগ্রাম করতে হবে। ভালো পরিকল্পনা করতে হবে এবং স্মার্ট ক্রিকেট খেলতে হবে। এটা করার জন্য অনেক কিছু করতে হবে।'