গুরু দত্তের চরিত্রে আমির খান!

By স্টার অনলাইন রিপোর্ট

মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খানকে এবার বলিউডের কিংবদন্তি চলচ্চিত্র ব্যক্তিত্ব গুরু দত্তের বায়োপিকে অভিনয়ের কথা শোনা যাচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ এমনটাই জানিয়েছে।

জিনিউজ সূত্রে জানা গেছে, গুরু দত্তকে নিয়ে নির্মিতব্য সিনেমার বাজেট প্রায় ১২০ কোটি রুপি। তবে, এখন পর্যন্ত এই ছবি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সিনেমাটি নির্মাণ করবেন ভাবনা তলওয়ার। ভাবনা তলওয়া ‘ধর্ম’ ও ‘হ্যাপি’র মতো সিনেমা পরিচালনা করে প্রশংসিত হয়েছেন।

আমির খান বর্তমানে ‘লাল সিং চাড্ডা’ নিয়ে ব্যস্ত আছেন। কয়েক মাস আগে তিনি দিল্লিতে এর শুটিং করেছেন। আগামী কিছুদিনের মধ্যে মানালিতে শুটিং শুরু হবে। এতে কারিনা কাপুরকেও দেখা যাবে।

জনপ্রিয় হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক  ‘লাল সিং চাড্ডা’।