কৃষকদের পাশে পপতারকা রিয়ান্না

By স্টার অনলাইন ডেস্ক

ভারতে কৃষক আন্দোলনে সমর্থন জানিয়েছেন আন্তর্জাতিক সংগীতশিল্পী পপতারকা রিয়ান্না। দেশটির বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষকদের পক্ষে গতকাল মঙ্গলবার একটি টুইট করেছেন তিনি।

ভারতে কৃষক আন্দোলন নিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের একটি প্রতিবেদন পোস্ট করে রিয়ান্না বলেন, ‘কেন আমরা এই বিষয়ে (ভারতের কৃষি আন্দোলন) কথা বলছি না?’

সিএনএনের ওই প্রতিবেদনে কৃষকদের আন্দোলন থামিয়ে দিতে দিল্লির বিভিন্ন অঞ্চলে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়াসহ ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে পুলিশের সঙ্গে আন্দোলনরত এক দল কৃষকের সংঘর্ষ এবং গত তিন মাসে ভারতে কৃষক আন্দোলনের পরিস্থিতি উঠে এসেছে।

মার্কিন সংগীতশিল্পী রিয়ান্নার টুইটারে ফলোয়ার সংখ্যা ১০ কোটিরও বেশি। ভারতে আন্দোলনরত কৃষকদের পক্ষে টুইট করার পর এক দিনেই তার ফলোয়ার সংখ্যা লাখেরও বেশি বেড়েছে বলে জানা গেছে।

রিয়ান্নার টুইটের পর পরিবেশকর্মী গ্রেটা থানবার্গও এক টুইটে ভারতের কৃষক আন্দোলনে সমর্থন জানিয়েছেন।

তবে রিয়ান্নার টুইটের পর তাকে আক্রমণ করে জবাব দিয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কঙ্গনা রানাওয়াত ভারতে ক্ষমতাসীন বিজেপির সমর্থক। কৃষক আন্দোলনের শুরু থেকেই তিনি বিজেপি সরকারের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন।

রিয়ান্নার টুইটের জবাবে কঙ্গনা বলেন, ‘কেউ এসব নিয়ে কথা বলছে না, কারণ ওরা কৃষক নয়, ওরা জঙ্গি। তারা ভারতকে ভাগ করতে চাইছে। যাতে চীন টুকরো টুকরো হয়ে যাওয়া দুর্বল ভারতের নিয়ন্ত্রণ নিতে পারে এবং সেখানে চীনা উপনিবেশ তৈরি হতে পারে। যেমন যুক্তরাষ্ট্রে হয়েছে।’

রিয়ান্নাকে ‘বোকা’ সম্বোধন করে কঙ্গনা লিখেছেন, ‘আপনাদের মতো আমরা আমাদের দেশ বিক্রি করছি না।’

গ্রেটা থানবার্গের টুইট নিয়েও তাকে আক্রমণ করে রিটুইট করেছেন কঙ্গনা রানাওয়াত।