চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বাস খাদে পড়ে নিহত ২, আহত ২০

By নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের মৌতাবাড়ি এলাকায় যাত্রীবাহী বোগদাদ বাস খাদে পড়ে ঘটনাস্থলে দুই বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও অন্তত ২০ জন।

আজ সোমবার সকাল সোয়া ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত বিভা রাণী ভৌমিক (৬১) চাঁদপুরের শাহরাস্তির নাওড়া গ্রামের ডা. রনজিত চন্দ্র দাসের স্ত্রী এবং গীতা রানী ভৌমিক (৬২) কুমিল্লার চান্দিনা উপজেলার নিমসার এলাকার মৃত সুবল চন্দ্রের স্ত্রী।

তাদের মরদেহ শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

আহতদের মধ্যে তিন জনকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকিরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন।

শাহরাস্তি থানার ওসি আব্দুল মান্নান বলেন, ‘কুমিল্লা থেকে চাঁদপুরগামী বোগদাদ বাসটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার মৌতাবাড়ি এলাকায় আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে পড়ে যায়। বাসে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় নিহত ও আহতদের উদ্ধার করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল বাসটিও উদ্ধার করে।’

তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে বলে যোগ করেন ওসি।