আগুনে পুড়ে গেছে সুন্দরবনের ৩ শতক বনভূমি

তিন সদস্যের তদন্ত কমিটি গঠন
By নিজস্ব সংবাদদাতা, বাগেরহাট

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই টহল ফাঁড়ি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে প্রায় তিন শতক বনভূমি। এ ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের প্রায় সাড়ে চার ঘণ্টার প্রচেষ্টায় বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ধানসাগর স্টেশন অফিসার ফরিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বিড়ি বা সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে, আগুনে বড় কোনো গাছ পুড়ে যায়নি। লতা ও গুল্ম জাতীয় গাছ পুড়েছে। আগুনে চাঁদপাই টহল ফাঁড়ির এক কিলোমিটার এলাকার মধ্যে প্রায় তিন শতক বনভূমি পুড়ে গেছে।’

sundarban2.jpg
আগুনে চাঁদপাই টহল ফাঁড়ির এক কিলোমিটার এলাকার মধ্যে প্রায় তিন শতক বনভূমি পুড়ে গেছে। ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, ‘কমিউনিটি পেট্রোলিং গ্রুপের (সিপিজি) মাধ্যমে দুপুর সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ডের বিষয়টি জানতে পারি। পরে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। কিন্তু, তা সম্ভব না হলে ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে প্রায় সাড়ে চার ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।’

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগের বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, ‘কী কারণে আগুন লেগেছে তা জানতে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক এনামুল হককে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।’