ট্রেনের ধাক্কায় ইস্পাহানী গার্লস কলেজের সাবেক অধ্যক্ষের মৃত্যু
রাজধানীর কারওয়ানবাজার এলাকায় ট্রেনের ধাক্কায় ইস্পাহানী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ নিরোদ বরণ রায় (৬০) মারা গেছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এদিন সকাল ১০টার দিকে কারওয়ানবাজার এলাকায় ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। নিরোদ রায়ের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দিবাসুর গ্রামে। ঢাকায় তিনি কল্যাণপুরে সপরিবারে বসবাস করতেন।
তার ভাগনি জামাই স্বপন রায় দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সকালে নিরোদ রায় মগবাজারে ইস্পাহানি গার্লস স্কুল অ্যান্ড কলেজের উদ্দেশে বাসা থেকে বের হয়েছিলেন।’
কলেজের গভর্নিং বডির সদস্য মির্জা আনোয়ার হোসাইন বলেন, ‘গত জানুয়ারিতে তিনি অবসরে যান। আজ সকালে তার কলেজে আসার কথা ছিল। ফার্মগেট নেমে কারওয়ানবাজার এলাকায় রেললাইন ধরে হেঁটে তিনি মগবাজারেরর দিকে আসছিলেন। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন। যে কারণে দুদিক থেকে দুটি ট্রেন আসছিল তা তিনি বুঝতে পারেননি।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘ঘটনাটি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা আছে।’