এনবিআরে অটোমেশন না হওয়ায় অর্থমন্ত্রীর ক্ষোভ

By স্টার অনলাইন রিপোর্ট

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অটোমেশন নিয়ে প্রধানমন্ত্রীর কাছে দেওয়া ওয়াদা রাখতে না পেরে এনবিআর কর্মকর্তাদের সামনে ক্ষোভ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।

আজ বৃহস্পতিবার সেরা করদাতাদের সম্মাননা ও ট্যাক্সকার্ড প্রদান অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, ‘জনগণকে কথা দিয়েছিলাম অটোমেশন হবে, প্রধানমন্ত্রীকে কথা দিয়েছিলাম অটোমেশন হবে। কিন্তু অটোমেশনে কিছুই অগ্রসর হয়নি।’

তিনি আরও বলেন, ‘দেরী না করে এখানে হাত দেন। দীর্ঘদিনের অভ্যাস ত্যাগ করতে হলে কাউকে না কাউকে উদ্যোগ নিতে হবে।’

‘আবারও বলবো দেশের জনগণ কর দিতে চান, আমরা নিতে পারি না। এখন নিতে হবে,’ বলে যোগ করেন মন্ত্রী।

কর আদায় বাড়ানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘কর এবং জিডিপির অনুপাত কয়েকবছর আগেও ১০ শতাংশ ছিলো, এখন সেখানেই আছে। রাজস্ব আদায় যদি না বাড়ে তাহলে ধনী দেশ হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।’