দেশের ৬৬ শতাংশ মানুষ ভ্যাকসিন নিতে চায়: জরিপ

By স্টার অনলাইন রিপোর্ট

বাংলাদেশের ৬৬ শতাংশেরও বেশি মানুষ করোনা ভ্যাকসিন নেবেন বলে একটি জরিপে উঠে এসেছে। সম্প্রতি মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় ও ফেসবুক যৌথভাবে জরিপটি করে এর ফলাফল প্রকাশ করেছে।

জরিপে প্রায় এক লাখ ৫২ হাজার বাংলাদেশি ফেসবুক ব্যবহারকারী অংশ নেন এবং তাদের প্রতিক্রিয়া জানান।

জরিপের ফলাফলে দেখা যায়, ভ্যাকসিন নিতে আগ্রহীদের মধ্যে সর্বোচ্চ সিলেট বিভাগের অধিবাসীরা এবং সবচেয়ে কম আগ্রহী রংপুর বিভাগের অধিবাসীরা। জরিপে সিলেট বিভাগের অংশগ্রহণকারীদের মধ্যে ৭২ দশমিক ২৮ শতাংশ ভ্যাকসিন নিতে চান এবং রংপুর বিভাগের ৬৩ দশমিক ৪৪ শতাংশ ভ্যাকসিন নিতে চান।

অন্যান্য বিভাগের মধ্যে বরিশালের ৬৮ দশমিক ৭৩ শতাংশ, চট্টগ্রাম বিভাগের ৬৯ দশমিক ৫৩ শতাংশ, ঢাকা বিভাগের ৬৩ দশমিক ৫১ শতাংশ, খুলনা বিভাগের ৬৮ দশমিক ৪৫ শতাংশ ও রাজশাহী বিভাগের ৬৬ দশমিক ৯৮ শতাংশ অংশগ্রহণকারী ভ্যাকসিন নিতে আগ্রহী।

জরিপের তথ্য অনুযায়ী, করোনা ভ্যাকসিন নেওয়ায় আগ্রহীদের সংখ্যা বিশ্বের বিভিন্ন স্থানে বিভিন্ন রকম। যেমন, ভারতে ৭২ শতাংশ মানুষ ভ্যাকসিন নিতে আগ্রহী হলেও, ভিয়েতনামে এ সংখ্যা ৮৬ শতাংশ।

২০২০ সালের এপ্রিলে শুরু হওয়া এই জরিপে বিশ্বের ২০০টি দেশের তিন কোটি ৯০ লাখ মানুষ অংশ নেন।

আরও পড়ুন: 

কোভিড-১৯: ভ্যাকসিন নেওয়ার রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ডব্লিউএইচও’র নির্দেশনা: প্রথম ডোজের ৮-১২ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ

ভ্যাকসিন নিতে অন-স্পট রেজিস্ট্রেশন সুবিধা নয়: স্বাস্থ্যমন্ত্রী

টিকা নেওয়ার পরের অনুভূতি