অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়াল এবার শিশুদের ওপর

৬ থেকে ১৭ বছর বয়সী শিশুদের ওপর ট্রায়াল চালানো হবে
By স্টার অনলাইন ডেস্ক

প্রথমবারের মতো শিশুদের ওপর অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ট্রায়াল চালাতে যাচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। শিশুদের ওপর ভ্যাকসিন প্রয়োগে নিরাপত্তা ও প্রতিরোধ ক্ষমতা মূল্যায়ন করতে এ গবেষণার প্রস্তুতি নিচ্ছে অক্সফোর্ড।

আজ শনিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইমেইলে পাওয়া একটি বিবৃতির বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে।

মধ্যম পর্যায়ের এই ট্রায়ালে ছয় থেকে ১৭ বছর বয়সী শিশুদের ওপর ভ্যাকসিনের কার্যকারিতা সম্পর্কে মূল্যায়ন করা হবে।

অক্সফোর্ড জানায়, প্রায় ৩০০ স্বেচ্ছাসেবীকে এ মাসে নিবন্ধিত করা হবে এবং এ মাসেই তাদের টিকা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

অন্যান্য ভ্যাকসিনের তুলনায় দামে সস্তা ও বিতরণ করা সহজ বলে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনকে এখন 'বিশ্বের ভ্যাকসিন' হিসেবে বলা হচ্ছে।

অ্যাস্ট্রাজেনেকা এ বছর তিন বিলিয়ন ডোজ ভ্যাকসিন উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে এবং এপ্রিলের মধ্যে প্রতি মাসে ২০০ মিলিয়নের বেশি ডোজ ভ্যাকসিন উৎপাদন করবে বলে জানিয়েছে।