সাভারে পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ৪
স্টার অনলাইন গ্রাফিক্স
ঢাকার সাভারে এক নারী পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চার জনকে আটক করেছে পুলিশ।
আজ আশুলিয়ার গাজীরচটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে দ্য ডেইলি স্টারকে জানান আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জিয়াউল ইসলাম।
জিয়াউল ইসলাম বলেন, শনিবার রাতে সেই পোশাক শ্রমিক থানায় লিখিত অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে চার জনকে আটক করা হয়। ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন—আশুলিয়ার গাজীরচট দরগাড়পাড়ের সাইফুল ইসলাম বাবু, মো. আরিফ, আবু বক্কর ও রানা মোল্লা।