বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্যে ভ্যাকসিন দেওয়ার প্রস্তাব ভারতের

By স্টার অনলাইন রিপোর্ট

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্যে ভারত ভ্যাকসিন দেওয়ার প্রস্তাব দিয়েছে।

আজ সোমবার বাংলাদেশে ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী এ কথা জানান।

ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ডিক্যাবের আলোচনা সভায় ভারতীয় হাইকমিশনার বলেন, ‘হ্যাঁ, আমরা এই প্রস্তাব দিয়েছি। আমরা বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে ভ্যাকসিন দিতে পারলে খুশি হব।’

তিনি বাণিজ্য, পানি বণ্টন, সীমান্ত হত্যাসহ প্রতিবেশী দেশ দুটির সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।