ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ ৮ সপ্তাহ পর, নতুন সিদ্ধান্ত
ছবি: রাশেদ সুমন
করোনাভাইরাসের প্রথম ডোজ দেওয়ার আট সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেওয়া সিদ্ধান্ত নিয়েছে সরকার। পূর্বের সিদ্ধান্ত ছিলো চার সপ্তাহ পর দেওয়া হবে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম আজ সোমবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ভ্যাকসিন নিতে মানুষের বেশ ভালো সাড়া পেয়েছি এবং এটা বাড়ছে। সেই বিবেচনাতেই ভ্যাকসিন সম্পর্কিত জাতীয় কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।’
আরও পড়ুন:
৪ সপ্তাহ নয়, ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া দরকার ৮-১২ সপ্তাহ পর
৪ সপ্তাহের পার্থক্যে দ্বিতীয় ডোজে ভ্যাকসিনের কার্যকারিতা ৫৩ শতাংশ, ১২ সপ্তাহে ৮৩ শতাংশ