মানহানির মামলায় খালেদা জিয়া ও গয়েশ্বরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

By নিজস্ব সংবাদদাতা, বাগেরহাট

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন নড়াইলের একটি আদালত।

মানহানির দুটি পৃথক মামলায় আজ বুধবার বিকেলে নড়াইলের বিচারিক হাকিম আদালতের বিচারক আমাতুল মোর্শেদা এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৫ সালের ২১ ডিসেম্বর বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও স্বাধীনতা যুদ্ধে  শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করেন। অপর দিকে গয়েশ্বর চন্দ্র রায় শহীদ বুদ্ধিজীবীদের সম্পর্কে ২০১৫ সালের ২৫ ডিসেম্বর কটুক্তি করেন।

এ দুটি ঘটনার পরিপ্রেক্ষিতে নড়াইলের কালিয়া উপজেলার জয়দেবপুর গ্রামের শেখ আশিক বিল্লাহ ২০১৫ সালের ২৯ ডিসেম্বর দুটি আলাদা মানহানি মামলা করেন।

আদালত সূত্র জানায়, মামলার পরিপ্রেক্ষিতে আদালত নড়াইল সদর থানা পুলিশকে তদন্ত করে মামলা দুটির প্রতিবেদন দিতে বলেন। তদন্ত প্রতিবেদন পেলে আদালত এ বছর জানুয়ারির ১৮ তারিখে বেগম খালেদা জিয়া ও গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে সমন জারি করেন।

আজ তারা আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।