নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ১, অপহৃত ৪০

By স্টার অনলাইন ডেস্ক

নাইজেরিয়ার একটি স্কুলে একদল বন্দুকধারীর হামলায় এক শিক্ষার্থী নিহত এবং কয়েকজন শিক্ষকসহ অন্তত ৪০ শিক্ষার্থী অপহৃত হয়েছেন।

বার্তা সংস্থা এপি আজ বুধবার এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার গভীর রাতে নাইজার রাজ্যের কাগাড়া শহরের সরকারি বিজ্ঞান কলেজে সামরিক পোশাক পরা একদল বন্দুকধারী হামলা চালায়। হামলায় এক শিক্ষার্থী নিহত হয়।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, স্কুলের ২৬ শিক্ষার্থী এবং ১৬ জন কর্মী ও তাদের পরিবারের সদস্যকে অপহরণ করা হয়েছে।

স্কুলের প্রধান প্রিফেক্ট আওয়াল আব্দুল রহমান জানান, হামলার সময় এক শিক্ষার্থী পালানোর চেষ্টা করলে, তাকে গুলি করে হামলাকারীরা।

স্কুলের শিক্ষক আলিউ ইসা জানান, রাত দেড়টার দিকে সামরিক পোশাক পরা বন্দুকধারীরা স্কুল প্রাঙ্গণে ঢোকে। তারা শিক্ষার্থীদের হোস্টেলের দিকে নিয়ে যেতে বলে।

তারা নিজেদের সেনা সদস্য পরিচয় দিয়ে শিক্ষার্থীদের অভয় দেয় বলে জানান তিনি।

হামলার পর নাইজারের স্টেট গভর্নর আবুবকর সানি রাজ্যের সব স্কুল বন্ধের ঘোষণা দিয়েছেন এবং নিরাপত্তা বাড়াতে দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির সহযোগিতা চেয়েছেন।

প্রেসিডেন্টের মুখপাত্র গারবা সেহু জানান,অপহৃতদের নিরাপদে ফিরিয়ে আনতে সেনাবাহিনী, পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।