মানিকনগরে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

By স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর মানিকনগর এলাকায় একটি টিনশেড ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর ৩টা ২০ মিনিটের দিকে ওই ঘরটিতে আগুন লাগে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, আজ দুপুরের দিকে মানিকনগরের একটি টিনশেড ঘরে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।