রিজেন্টের করোনা সনদ কেলেঙ্কারি: ২৮ মার্চের মধ্যে প্রতিবেদন জমাদানের নির্দেশ
রিজেন্ট হাসপাতালের ভুয়া করোনা সনদ কেলেঙ্কারির ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত প্রতিবেদন আগামী ২৮ মার্চের মধ্যে জমা দিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) নির্দেশ দিয়েছেন আদালত।
রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ ও অপর ১৬ জন এই মামলার আসামি।
আজ সোমবার র্যাবের জ্যেষ্ঠ এএসপি ও মামলার তদন্ত কর্মকর্তা মো. নাজমুল হক তদন্ত প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ শাহীনূর রহমান এই আদেশ দেন।
এ নিয়ে র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থা তদন্ত প্রতিবেদন শেষ করতে ছয় দফা সময় নিল।
শাহেদ ও রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজসহ অভিযুক্ত ১১ জন বর্তমানে কারাগারে আছেন। মামলায় তাদেরকে বেশ কয়েকবার রিমান্ডে নেওয়া হয়েছিল।
গত বছরের ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা শাখায় অভিযান চালিয়ে হাসপাতালের আট কর্মীকে আটক করে র্যাব।
পরদিন র্যাব-১ এর পরিদর্শক জুলহাস মিয়া উত্তরা (পশ্চিম) থানায় শাহেদ, মাসুদ পারভেজ ও আরও ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।