পিলখানা হত্যাকাণ্ড: শ্রদ্ধা-ভালোবাসায় নিহতদের স্মরণ

By স্টার অনলাইন রিপোর্ট

পিলখানায় তৎকালীন বিডিআর সদরদপ্তরে নৃশংস হত্যাকাণ্ডে নিহতদের স্মরণ করা হয়েছে শ্রদ্ধা-ভালোবাসায়।

আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পরিবারের স্বজনরা।

পিলখানার হত্যাকাণ্ডের ১২ বছর পূর্তিতে আজ অন্যান্যা রাজনৈতিক দলও নিহতদের স্মরণ করেছে।

01.JPG
ছবি: আনিসুর রহমান

আইএসপিআর’র সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যথাযথ মর্যাদায় গত ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর (বর্তমান বিজিবি) সদরদপ্তরে পিলখানায় সংগঠিত বর্বরোচিত হত্যাকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনীর শহীদ সদস্যদের ১২তম শাহাদত বার্ষিকী পলিত হয়েছে।

02.JPG
ছবি: আনিসুর রহমান

এতে আরও বলা হয়েছে, ‘এ উপলক্ষে বনানীস্থ সামরিক কবরস্থানে শহীদদের কবরে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শাহাদৎ বরণকারীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন মহামান্য রাষ্ট্রপতির পক্ষে সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রধানমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল এম আবু আশরাফ, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বর্ডার গার্ড বাংলাদেশ এর মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।’

03.JPG
ছবি: আনিসুর রহমান

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্যে এক মিনিট নীরবতা পালন করা হয়। সেসময় সশস্ত্র বাহিনীর সদস্যরা শহীদ সেনাসদস্যদের সম্মানে স্যালুট প্রদান করেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

04.jpg
ছবি: আনিসুর রহমান