রাষ্ট্রবিরোধী পোস্টার: সিলেটে হিযবুত তাহরির সদস্য গ্রেপ্তার
সিলেট নগরীতে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরিরের কার্যক্রম বৃদ্ধি এবং গত ১৮ ফেব্রুয়ারি নগরজুড়ে রাষ্ট্রবিরোধী পোস্টার লাগানোর ঘটনায় এক হিযবুত তাহরির সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব।
গতকাল শনিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে নগরীর চারাদিঘীরপাড়ে একটি বাসায় অভিযান চালিয়ে মোহাইমিনুল ইসলাম ওরফে নাইম (২৮) নামের এই হিযবুত তাহরির সদস্যকে গ্রেপ্তার করা হয় বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন র্যাব-৯ এর এএসপি এ কে এম কামরুজ্জামান।
র্যাব-৯ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে র্যাবের একটি দল। এ সময় তারা ওই বাসা থেকে বেশকিছু রাষ্ট্রবিরোধী লিফলেট উদ্ধার করে।
মোহাইমিনুল কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের পায়ের খোলা গ্রামের কাজী শামসুল আলমের ছেলে এবং নগরীর চারাদিঘীরপাড় এলাকার ৬৩ নম্বর বাসার বাসিন্দা। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
এএসপি এ কে এম কামরুজ্জামান বলেন, ‘নগরজুড়ে রাষ্ট্রবিরোধী পোস্টার লাগানোর পর হিযবুত তাহরিরের কর্মকাণ্ডে নজরদারি বাড়ায় র্যাব এবং এসময় এই হিযবুত তাহরির সদস্যকে চিহ্নিত করা হলে তার বাসায় অভিযান চালানো হয়।’
এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলায় গ্রেপ্তারকৃত মোহাইমিনুলকে সংশ্লিষ্ট কোতোয়ালী থানায় হস্তান্তর করে র্যাব।