লালমনিরহাটে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক
স্টার অনলাইন গ্রাফিক্স
লালমনিরহাটে এক কিশোরীকে বাসায় আটকে রেখে ধর্ষণের অভিযোগে স্থানীয় মাদ্রাসা শিক্ষক সাদ্দাম হোসেনকে আটক করেছে পুলিশ।
গত শনিবার রাতে লালমনিরহাট শহরের খোচাবাড়ি আব্দুলটারী এলাকায় সাদ্দামের ভাড়া বাসা থেকে কিশোরীকে উদ্ধার করা হয়। পরে সাদ্দামকে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে শনিবার রাতে লালমনিরহাট সদর থানায় ওই মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে একটি মামলা করেন। আটক সাদ্দাম হোসেন স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষকতা করতেন।
কিশোরীকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে বলেও জানান ওসি।