ঝিনাইদহে মাদক মামলায় কারাগারে নবনির্বাচিত কাউন্সিলর

By নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার ১নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আবু হানিফকে মাদক মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার কোটচাঁদপুর থানার ওসি মাহবুবুল আলম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ২০১৮ সালের এক‌টি মাদক মামলায় আদালত তাকে এক বছরের কারাদণ্ডের আদেশ দেন। শুক্রবার সকালে তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটক আবু হানিফ শহরের দুধসরা এলাকার বাসিন্দা। গত ১৬ জানুয়ারি কোটচাঁদপুর পৌরসভা নির্বাচনে তিনি কাউন্সিলর নির্বাচিত হন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালে কোটচাঁদপুর থানার একটি মাদক মামলায় গত ২২ জানুয়ারি রায় ঘোষণা করেন আদালত। আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।