কিশোর ভালো আছেন, এখনো কানের বিশেষ উন্নতি হয়নি
কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর। ছবি: স্টার
গত দুই দিনের চেয়ে আজ ভালো আছেন জামিনে মুক্ত কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর। তার ডায়াবেটিস আগের চেয়ে নিয়ন্ত্রিত। তিন বেলা চিকিৎসক পর্যবেক্ষণ করছেন।
আজ শনিবার সকালে যোগাযোগ করা হলে কার্টুনিস্ট কিশোরের বড় ভাই লেখক আহসান কবির দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
তিনি আরও বলেন, আমরা আশা করছি, দুএক দিনের মধ্যে ডায়াবেটিস সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে। কিশোরকে নাক-কান-গলা বিশেষজ্ঞের পাশাপাশি অর্থোপেডিক চিকিৎসক ও চক্ষু বিশেষজ্ঞ দেখবেন। কানের এখনো বিশেষ উন্নতি হয়নি। গ্রেপ্তারের পরে নির্যাতনে কানের পর্দা ফেটে গেছে, এখনো ইনফেকশান আছে। গতকাল একজন চিকিৎসক দেখেছেন, আজ আরেকজন দেখবেন। চিকিৎসকদের পরামর্শে অনেক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সেগুলো পর্যালোচনা করে কিশোরের চিকিৎসা কীভাবে চলবে সে বিষয়ে আগামীকাল চিকিৎসকরা সিদ্ধান্ত জানাবেন।
কিশোর এখন ঠিক মতো খাওয়া-দাওয়া করতে পারছে। গত দুই দিনের চেয়ে ভালো আছে— বলেন আহসান কবির।
কার্টুন আঁকার অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হয়ে ৩০০ দিন কারাবন্দি থাকার পর গত বুধবার জামিন পান কিশোর। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে কাশিমপুর কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন
নির্যাতন করা হয়েছে, এখন হাসপাতালে যাচ্ছি: কিশোর
অবশেষে জামিন পেলেন কার্টুনিস্ট কিশোর
কিশোরকে নির্যাতনের অভিযোগ: সেশন কোর্টে আবেদন করার নির্দেশ
কার্টুনিস্ট কিশোরের রিমান্ড নামঞ্জুর
মুশতাকের মৃত্যুর পর কিশোরের জীবন নিয়ে শঙ্কা
কার্টুনিস্ট কিশোরকে মুক্তি দেওয়ার আহ্বান জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের
কারাবন্দি কার্টুনিস্ট কিশোর পেলেন রবার্ট রাসেল কারেজ অ্যাওয়ার্ড
কার্টুনিস্ট কিশোর, লেখক মুশতাক গ্রেপ্তার
কিশোর ও মুশতাকের জামিন শুনানিতে অপরাগতা জানিয়েছেন ভার্চুয়াল আদালত