রংপুরে শিশু ধর্ষণ, আটক ১
রংপুরে শিশু ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে রংপুর শহর থেকে অভিযুক্ত মকবুলকে হোসেনকে আটক করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামান প্রধান জানান, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
পুলিশ জানায়, নয় বছরের শিশুটি তার আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছিল। ওই বাড়িতেই ধর্ষণের শিকার হয় শিশুটি। শিশুটির চিৎকারে লোকজন ছুটে এসে মকবুলকে আটক করে পুলিশে খবর দেয়।