কালবৈশাখী: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে আহত ৬

By নিজস্ব সংবাদদাতা, মুন্সিগঞ্জ

বছরের প্রথম কালবৈশাখী ঝড়ের আঘাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে আহত হয়েছেন ছয় যাত্রী। এছাড়া, মুন্সিগঞ্জের শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে প্রায় পৌনে এক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখতে হয়ে।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাসাড়া হাইওয়ে পুলিশের ট্রাফিক সার্জেন্ট মো. আজিজ বলেন, ‘ঝড়ো হাওয়া আর বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ রাখতে না পেরে এ দুর্ঘটনা ঘটে।’

তিনি জানান, ঝড়ো হাওয়া আর বৃষ্টির কবলে পড়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ছয় যাত্রী আহত হয়েছেন।’

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘৪৫ জন যাত্রী নিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কিছু দূর চলেছিল। পরে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। আহত ছয় যাত্রীকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বাসটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ করছে হাইওয়ে পুলিশ।’

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের সহ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ‘হঠাৎ পদ্মা নদীতে ঝড়ো হাওয়া শুরু হয়। এসময় দুর্ঘটনা এড়াতে দক্ষিণবঙ্গের শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে ঝড়ো হাওয়া কমতে শুরু করলে পুনরায় ফেরি চলাচল চালু হয়।’