আব্দুল্লাহপুরে ধসে পড়েছে বিআরটি প্রকল্পের পিয়ার ক্যাপ

By স্টার অনলাইন রিপোর্ট

বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের একটি পিয়ার ক্যাপ ঢাকার আব্দুল্লাহপুর এলাকার একটি বাজারের সামনে ধসে পড়েছে।

ঢাকা বাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শফিকুর ইসলাম বলেন দ্য ডেইলি স্টারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গতরাতে ঢালাই দেওয়া পিয়ার ক্যাপটির সাপোর্ট রাতেই কোনো এক সময় সড়ে যাওয়ায় এটি ধসে পড়েছে।’

তিনি আরও বলেন, ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।