১৬ বছর পর শিশু অপহরণ-ধর্ষণ মামলার রায়, একজনের যাবজ্জীবন

By নিজস্ব সংবাদদাতা, দিনাজপুর

জয়পুরহাটে ১৬ বছর আগের এক শিশু অপহরণ ও ধর্ষণ মামলার রায় দিয়েছেন আদালত। রায়ে জহুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।  

আজ রবিবার জেলার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক রুস্তম আলী এ রায় দেন। তবে আসামি জহুরুল পলাতক আছেন।

মামলা সুত্রে জানা যায়, ২০০৫ সালের ১২ এপ্রিল বিকেলে জহুরুল ইসলাম ৭ম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণ করেন। এ ঘটনায় শিশুর বাবা ১৪ এপ্রিল ক্ষেতলাল থানায় মামলা করেন।

জানা যায়, গ্রেপ্তারের পর উচ্চ আদালত থেকে জামিন নেন আসামি জহুরুল। এরপর থেকেই পলাতক তিনি।

নারী ও শিশু, জজ কোর্ট, জয়পুরহাটের বিশেষ পাবলিব প্রসিকিউটর ফিরোজা চৌধুরী জানান, মামলার তদন্তে দুজন আসামি হলেও একজনকে কারাদণ্ড ও একজনকে খালাস দেওয়া হয়।

মামলার বিচার পেতে এতো দীর্ঘ সময় লাগার কারণ জানতে চাইলে তিনি বলেন, মামলার তদন্তে ধীরগতি, বিচারক সংকটসহ নানা কারণে রায় দেরিতে হয়েছে বলে মনে করেন তিনি।