রাজশাহীতে প্রশিক্ষণ উড়োজাহাজ আলুখেতে ভূপাতিত

By স্টার অনলাইন রিপোর্ট

রাজশাহীর তানোরে একটি প্রশিক্ষণ উড়োজাহাজ ভূপাতিত হয়েছে। উড়োজাহাজটির ক্যাপ্টেন মিজান ও প্রশিক্ষণার্থী নাহিদ এরশাদ নিরাপদে আছেন।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশ ফ্লাইং ক্লাবের সেসনা-১৫২ মডেলের উড়োজাহাজটি আজ দুপুর আড়াইটার দিকে উপজেলার তালন্দ ইউনিয়নের লালপুর গ্রামে একটি আলুখেতে ভূপাতিত হয়।

আলুখেতে উড়োজাহাজটিকে উল্টানো অবস্থায় পাওয়া গেছে বলে তিনি জানান।

বাংলাদেশ ফ্লাইং ক্লাবের প্রশিক্ষক মাহফুজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘জরুরি অবতরণ করতে গিয়ে উড়োজাহাজটি ভূপাতিত হয়েছে। কেন জরুরি অবতরণ করতে হলো, সেটি তদন্ত করে দেখতে হবে।’

স্থানীয় প্রত্যক্ষদর্শী আশরাফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, তিনি ঘটনার সময় ওই আলুখেতের কাছেই ছিলেন। তিনি মাথার ওপর দিয়ে একটি প্রশিক্ষণ উড়োজাহাজ যেতে দেখেন। তবে উড়োজাহাজটি বেশ নিচু দিয়ে যাচ্ছিল এবং দুই পাশে হেলে পড়ছিল।

‘বিষয়টি দেখে অস্বাভাবিক মনে হচ্ছিল। চোখের নিমিষেই উড়োজাহাজটি ভূপাতিত হয়। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি, সেটি উল্টে পড়ে আছে,’ বলেন তিনি।

উড়োজাহাজটির ক্যাপ্টেন মিজানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি ও প্রশিক্ষণার্থী মেডিকেল চেকআপের জন্য রাজশাহীর সম্মিলিত সামরিক হাসপাতালে যাচ্ছেন।

জরুরি অবতরণের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটি তদন্তের পর জানা যাবে।