বুড়িগঙ্গায় গড়ে ওঠা ৭৪ অবৈধ স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের নির্দেশ

By স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর হাজারীবাগ ও কামরাঙ্গীরচরে আদি চ্যানেল (দ্বিতীয়) এলাকায় বুড়িগঙ্গা নদীর জমি দখল করে গড়ে ওঠা ৭৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ-এর (এইচআরপিবি) করা রিট আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।

ঢাকার জেলা প্রশাসক ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) আগামী তিন মাসের মধ্যে অবৈধ এসব স্থাপনা উচ্ছেদ করে ২৬ জুনের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। উচ্ছেদ অভিযানে পুলিশ ও র‌্যাবকে সার্বিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বিভাগ।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ভূমি অধিদপ্তরের একটি জরিপে দেখা যায়, ‍বুড়িগঙ্গার আদি চ্যানেল এলাকায় ৭৪টি অবৈধ স্থাপনা গড়ে উঠেছে।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দু রায়। পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আমাতুল করিম।