বিসিএস পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার অনুরোধ ডিএমপির
আগামীকাল ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যেতে হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
আজ বৃহস্পতিবার বিকেলে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়, আগামীকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিদেশ থেকে আসা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চলাচলের জন্য ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে এবং কিছু কিছু সময়ের জন্যে যান চলাচল বন্ধ থাকবে।
এজন্য ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে বের হওয়ার অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে, যেন পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৮টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে পারেন।
এ সাময়িক অসুবিধার জন্যে ডিএমপি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিতে।