আবুল মনসুর আহমদ বুক রিভিউ প্রতিযোগিতার ৬ বিজয়ী

By স্টার অনলাইন রিপোর্ট

বইপ্রেমীদের জন্য আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদ আয়োজিত আবুল মনসুর আহমদের দুটি বই নিয়ে বুক রিভিউ প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে গতকাল শনিবার।

প্রতিযোগিতায় ‘শেরে বাংলা হইতে বঙ্গবন্ধু’ নিয়ে প্রথম হয়েছেন আইনাইন ইবনে নোমান, দ্বিতীয় সুমন ইসলাম ও তৃতীয় আরাফাত শাহীন।

এছাড়াও ‘বাংলাদেশের কালচার’ নিয়ে প্রথম হয়েছেন শানিন হক, দ্বিতীয় ফরিদ উদ্দিন রনি এবং তৃতীয় আবু তালহা।

পুরস্কার হিসেবে তাদের দেওয়া হবে বই, সনদপত্র। পুরস্কার প্রাপ্তদের মধ্যে প্রথম স্থান অধিকারীদের তিন হাজার টাকার, দ্বিতীয়দের দুই হাজার টাকার এবং তৃতীয়দের এক হাজার টাকার সমমূল্যের বই দেওয়া হবে।

আবুল মনসুর আহমদের স্মরণে অনলাইনে অনুষ্ঠিত আলোচনা ও বুক রিভিউ প্রতিযোগিতা অনুষ্ঠানে ছয় বিজয়ীর নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান।

এই আয়োজনে বিশেষ আলোচক হিসেবে ছিলেন অধ্যাপক শহীদ ইকবাল, অধ্যাপক মিজানুর রহমান, গবেষক ড. এম আব্দুল আলীম এবং রিডিং ক্লাব ট্রাস্টের সভাপতি ও সংবিধান গবেষক আরিফ খান। স্বাগত আলোচনা করেন দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম। প্রতিযোগিতাটি সমন্বয় ও অনুষ্ঠান সঞ্চালনা করেন ইমরান মাহফুজ।