মতিঝিলের আগুন নিয়ন্ত্রণে

By স্টার অনলাইন রিপোর্ট

রাজধানী ঢাকার মতিঝিলে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আজ সোমবার বিকেলে ৩টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হেডকোয়ার্টারের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের প্রচেষ্টায় বিকেল ৩টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এর আগে, দুপুর দেড়টার দিকে মতিঝিলের ওই বহুতল ভবনের সাত তলায় আগুন লাগে।

আরও পড়ুন: