২৬ ও ২৭ মার্চ সাময়িক বন্ধ থাকবে রাজধানীর প্রধান ও গুরুত্বপূর্ণ সড়ক

By স্টার অনলাইন রিপোর্ট

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রধান সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। আগামী ২৬ ও ২৭ মার্চ ভিভিআইপিদের আগমনে এসব সড়ক সাময়িকভাবে বন্ধ থাকবে।

আজ বৃহস্পতিবার নিরাপত্তার বরাত দিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মনিবুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, আগামীকাল সকাল ১০টা থেকে তারা যান চলাচল নিয়ন্ত্রণ করবে এবং তা পরের দিন পর্যন্ত চলবে।

তিনি বলেন, ‘আগে থেকে ভিভিআইপিদের চলাচলের সময় নির্দিষ্ট করা সম্ভব হবে না এবং এরসঙ্গে নিরাপত্তার বিষয়টিও জড়িত।’