গাজীপুরে সাফারি পার্ক থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

By নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেতর থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে শ্রীপুর থানা পুলিশ পার্কের ৪ নম্বর গেটের ভেতর উত্তর পাশে পড়ে থাকা মরদেহটি উদ্ধার করে।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন বলেন, ‘ওই যুবকের গলায় পরনের বেল্ট ও শার্ট পেঁচানো ছিল। নাক মুখ দিয়ে রক্ত বের হয়েছে। তার পড়নে ধূসর বর্ণের প্যান্ট ও চেক শার্ট রয়েছে। ধারণা করা হচ্ছে আজ ভোরের দিকে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।’

তিনি আরও বলেন, মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান বলেন, ‘যেখানে মরদেহ পাওয়া গেছে সে জায়গাটি শাল বন বেষ্টিত। দর্শনার্থীরা সাধারণত ওদিকে যান না। বাইরে থেকে হত্যার পর দুর্বৃত্তরা মরদেহ পার্কের প্রাচীরের ভেতর ফেলে গেছে বলে মনে হচ্ছে।’