সব নির্বাচন স্থগিত

By স্টার অনলাইন রিপোর্ট

চলমান করোনাভাইরাস পরিস্থিতির কারণে ইউনিয়ন পরিষদের প্রথম ধাপ এবং পৌরসভা নির্বাচনের ষষ্ঠ ধাপসহ সব ধরনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার ইসির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন।

লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনও স্থগিত করা হয়েছে বলে জানান তিনি।

অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন, ১১ এপ্রিল ৩৭১টি ইউনিয়ন পরিষদ ও ১১টি পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, কমিশন এ পরিস্থিতিতে আর কোনো নির্বাচনের তফসিল ঘোষণা না করারও সিদ্ধান্ত নিয়েছে।