করোনায় চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমানের মৃত্যু

By নিজস্ব সংবাদদাতা, চট্টগ্রাম

চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

আজ শুক্রবার ভোররাত দেড়টার দিকে তিনি মারা যান।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, গত ২৯ মার্চ আতাউরের (৪৫) করোনা শনাক্ত হওয়ায় তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউয়ে নেওয়া হয়।